কবিতা

কবিতা শুধু তোমার জন্য : জাহীদ হোসেন

কবিতা শুধু তোমার জন্য জেগে থাকি নিশি রাত
তোমার জন্য মোর বাগানে ফুল ফুটে বারোমাস,
তোমার জন্য ভিন্ন গ্রহে বসবাসেও আমি রাজি
কবিতা শুধু তোমার জন্য বনবাসে যাবো আমি।

কবিতা শুধু তোমার জন্য মনে এত নেশা জাগে
কিশোরীর ঐ লাল টিপখানি এতো সুন্দর লাগে
তোমার জন্য মেঘের মাঝে হারাই প্রিয়ার কেশ,
গোলাপ পাপড়ির ঠোঁটে ভাসে চুম্বনের আবেশ।

কবিতা শুধু তোমার জন্য এ যৌবন ভরা নদী
শৈশবের সেই কাগজের নৌকা ভাসাই নিরবধি,
তোমার জন্য প্রজাপতি জোড় মনের সুখে উড়ে
আমার প্রিয়ার গুনগুন সুর মনটা পাগল করে।

কবিতা শুধু তোমার জন্য আকাশ উদাস করে
তোমার জন্য বেঁচে থাকা চাই হাজার বছর ধরে,
তোমার জন্য এই বাংলায় ফিরে আসা বারবার
কবিতা শুধু তোমার মাঝে অমরত্ব চাই আমার।

তারিখঃ ০৮/১১/২০২২

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment