কবিতা

নাইট কুইন || আনাছ মোহাম্মেদ

নিশ্চুপ এ নিশিতে উঠোনের নিকটে
ফুটেছে হাসনাহেনা,
তোমায় নিয়ে কতো কথা আজ
রয়ে গেছে অজানা!
বসে আছি বাতায়নে
হয়েছি উন্মাদ ফুলেল সুঘ্রাণে,
অনুভুতিরা ঘিরেছে আমায়
দিয়েছে হানা। 

আজ সারারাত সুরভিত মন,
অস্থির ভাবনায় প্রণয়ীকে
করেছি স্মরণ।
দিনের সবটুকু আলোয় উষ্ণ পৃথিবী, রাতের স্তব্ধতায় ফেলেছে স্বস্তির নিঃশ্বাস,
কাছে কি’বা দূরে যেখানেই থাকো
শুধু তোমাকেই পাবো এই বিশ্বাস।

জ্যোৎস্নালোকিত রাতের ছুঁইয়ে ছুঁইয়ে পড়া প্রতিটি আলোয় মিশে আছো তুমি,
তুমি মিশে আছো প্রকৃতির শান্ত বাতাসে,
স্পর্শহীন! নিষ্পলক তুমি;
তবুও খুঁজে পাই তোমায় নাইটকুইনের সুভাষে।
আমি স্পর্শ করি, অবারিত অপলক চেয়ে থাকি, জড়িয়ে দিই চুম্বন,
সে যে রাতের রানী সুভাষ বিলাতে অকৃপন!

ওগো হৃদয়ের রানী, প্রতিটি পুষ্প গেঁথে গেঁথে আমাকে মালা দেওয়ার জন্যে কি অপেক্ষার প্রহর গুনতে থাকো না?
পতিহীনে পুষ্পের সুভাষে মাতোয়ারা হয়ে আমার জন্যে কি তোমার বুকে প্রেমের ঝড় উঠে না?
নাইট কুইনের পাঁপড়ির মতো তোমার মোলায়েম ওষ্ঠদ্বয় কি কেঁপে কেঁপে ওঠে না?

না-ই বা মালা গাঁথলে, না-ই-বা আগলে রাখলে, না-ই বা কাছে ডাকলে…
তবে চন্দ্রসুধা ঢেলে পড়া এ নির্জন নিগূঢ়ে এসে কেনো ভালোবাসিলেনা?

নবীগঞ্জ,হবিগঞ্জ,সিলে­ট।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment