আজ আমার নেই কোনো পিছুটান
চিরচেনা মেঠোপথ চেনা ময়দান,
হারিয়ে ফেলেছি সেই চেনা শৈশব
ডাংগুলি খেলার সেই চেনা বান্ধব।
অচেনা বৃত্তটায় ঘুরি অবিরাম
খাঁচার পাখির মতো শেখানো গান,
তাল-লয় ভুলে গেছি – যা ছিলো চেনা
জীবনের মানেটা আজও অজানা।
স্রোতের শ্যাওলা আমি চলেছি উজান
ইচ্ছেগুলোর বুঝি হলো অবসান,
ব্যস্ত মানুষ আর ব্যস্ত নগর
সেই ভীড়ে খুঁজে ফিরি বন্ধু-স্বজন।
বাঁধ ভাঙ্গা জোয়ারে ভাসছি আজি
রঙমাখা হাসিমুখ যেনো সং সাজি,
জীবনের চাওয়া-পাওয়া মিলে না তাই
ছুটে চলি সামনে, গন্তব্য জানা নাই।
আপনার মন্তব্য লিখুন