কবিতা

আরবার || কাকলী ঘোষ

 

মনে পড়ে একদিন

তুমি আর আমি মিলে

গড়ে তুলি খেলাঘর।

চৈতালি শেষ রাতে

জোছনা করুণ যখন

আকাশের নীল দ্বীপ দিলে l পূবালী আকাশ পথে –

ভেসেছিল মেঘেদের খেয়া।কিছু চাওয়া -কিছু পাওয়া

নীরব আকাশ চোখে

মিশেছিল নিঃসীম নীলে l

আজকে সাগরপাড়ে

তুমি -আমি আরবার

চৈতালি রাত্রির শেষে

সেই তুমি -সেই আমি –

অশ্রু ঝরানো পথে – দ্বীপজ্বলা তারাদের সাথে,ভেঙে গেছে খেলাঘর।

সাগর জোয়ারে কোন রাতে – মুখোমুখি তুমি আমি – সাগরবেলার ‘পরে –

হাত শুধু নেই আজ হাতে l

 

দুর্গাপুর বর্ধমান, ভারত

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment