কবিতা

কবিতা : আমি কোথাও হারালে… || জহির রায়হান

আমি কোথাও হারালে…..

✍ জহির রায়হান

 

ডেকো না গো আমায় তোমার পথে মনের দুয়ার খুলে,

আমি আসবো না আর ও পথে আমায় যেয়ো ভুলে।

 

গেঁথো নাকো মালা আমার লাগি ঝরা বকুল ফুলে,

আমি পরবো না আর সে মালা ভাসবে চোখের জলে।

 

ভেবো না আমারে আর নিশিদিন দু’চোখের জল ফেলে,

স্বপনে হেরিয়া কেঁদো না প্রভাতে,রাত গেলে।

 

দিন ফুরানোর বেলা যে হলো মোর থাকবো না ফুরালে,

পথপানে যেন চেয়ো না আর আমি হারালে।

 

যাত্রাবাড়ী,ঢাকা