আজ সেই স্বপ্ন গুলো
আমি করে যাই তাড়া,
আজ সেই গল্প গুলো
দিচ্ছে আমায় সাড়া৷
মরুভুমির ধূসর প্রান্তর
জেগে উঠেছে আজ
অধরা স্বপ্ন গুলো তবু
পায়নি নতুন সাজ।
স্বপ্নে বাঁধি আমি ঘর
দিয়ে যাচ্ছে হাতছানি
কুড়োতে সেই স্বপ্ন,
আমি বাড়িয়েছি হাতখানি৷
ধূসর প্রান্তরে অধরা স্বপ্ন,
আমায় করে পিছু তাড়া
যতই যাই ততই পাই
স্বপ্নের ছায়া অধরা৷
কাল্পনিক স্বপ্ন গুলো,
দিচ্ছে ধূসর মায়া
অধরা সেই স্বপ্ন গুলো,
হচ্ছে ধূসর চাওয়া ৷
আপনার মন্তব্য লিখুন