ফেসবুক স্ট্যাটাস

কবিতা

কামরুজ্জামান কামুর ফেইসবুক থেকে নেয়া:

কবিতা ভবিষ্যৎ থেকে আসুক বা অতীত থেকে আসুক, তাকে আপনার অভিনিবেশ ভাষাজ্ঞান ভোকাবুলারি আর কল্পনাশক্তি দিয়েই ধরতে হয়। ফলে আপনার কবিতা আপনার ব্যক্তিত্বের স্বরূপ ধরে প্রকাশিত হবে এটা খুব স্বাভাবিক ঘটনা। এই কারনেই একেকজনের কবিতা একেক রকম হয়।