কবিতা

একটু নির্জনতা চাই : জাহীদ হোসেন

একটু নির্জনতা চাই, শুধু আমার নিজের জন্য
একলা পাহাড়ের মতো, ধীরে বহা নদীর মতো,
শীতল ঝর্ণা হলেও আমার তেমন ক্ষতি নেই
তবে এই তিক্ত কোলাহলে আর আমি নেই।

একটু নির্জনতা চাই, শুধু আমার নিজের জন্য
মুঠোফোন বা কোনো প্রযুক্তির নেই প্রয়োজন,
সেখানে আমি নির্বোধ হয়েই থাকতে চাই
তোমাদের প্রেম-ভালবাসায় আর আমি নেই।

একটু নির্জনতা চাই, শুধু আমার নিজের জন্য
সুসংবাদ তৈরির জন্য নেই কোনো আয়োজন
কোনো অনুভূতি, সংবেদনশীলতায় আমি নেই
গা ভরা ধুলোমাখা, কাঁদা-মাটিতে আপত্তি নেই।

একটু নির্জনতা চাই, শুধু আমার নিজের জন্য
বিষাদের ছায়ার জন্য সদা প্রস্তুত আমার মন,
সেখানে খোলা মাঠে উদোম গায়ে ভিজতে চাই
বট-পাকুরের নির্জনতায় একটি মহাকাব্য চাই।

একটু নির্জনতা চাই, শুধু আমার নিজের জন্য
যেখানে হিসেব-নিকেষের নেই কোনো মহাযন্ত্র,
সভ্যতা নেই, ভব্যতা তা নেই, মানবের চিহ্ন নেই
সারাক্ষণ ভালো থাকার অহেতুক ব্যস্ততা নেই।

একটু নির্জনতা চাই, শুধু আমার নিজের জন্য
যেখানে বোমা-বারুদের নেই কোনো উষ্ণ গন্ধ,
দুঃখ নেই, সুখ নেই, পাপ-পূণ্যের বালাই নেই
এরকম এক নির্জনতায় জীবন সাজাতে চাই।

তাং ২০/০৭/২০২২