একটি শিশু খুব ভালো সে ভোর বেলায় উঠে
সূর্য্য উঠার আগে শিশুর চাঁদ মুখটা ফুটে।
পাখির গানে মুগদ্ধ যখন পরিবেশ চারি দিকে
নামাজ কালাম শেষে শিশু পড়া লেখা শিখে।
স্কুলের পড়া যখন শিশুর চোকে যায়
হাঁটাহাঁটি করে শিশু খোলা বায়।
স্নান শেষে খাবার সেরে বিদ্যালয়ে ছুটে
অন্য দিকে মন দেওয়ার তার মন কভু না জোটে।
পড়া লেখায় ভালো বলে আদর করে সবে
ইবাদতে মন রয় সদা ভালোবাসে রবে।
এমন শিশু দেশের গর্ব দশের ভালো চায়
সুখে দু’খে এই শিশুকে হাতের কাছে পায়।
___________________________________
পোষ্ট,তক্তার চালা, সখিপুর,
টাঙ্গাইল।
আপনার মন্তব্য লিখুন