একটি রাঙা প্রভাত
রুহুল আমিন রাকিব
আয়রে সবাই বঙ্গ তরুণ
সত্যে পথে চলি,
অন্যায়কে পায়ে মাড়িয়ে
ন্যয়ের কথা বলি।
ভাল মানুষ হবো সবাই
এই করি আজ পণ,
দুখীর সেবায় যাবো ছুটে
থাকবে ভাল মন।
ভালো পথে থাকব সদা
থাকবো মিলেমিশে,
অন্ধকারের বক্ষ চিড়ে
খুঁজবো আলোর দিশে
কটু কথা বলব না আজ
দিব নাকো আঘাত,
আনবো কিনে ভালবাসায়
একটি রাঙা প্রভাত।
আপনার মন্তব্য লিখুন