একটি বন্যা,
কত মানুষের আহাজারি,
কত ফসল নষ্ট
আলের মাথায় বসে কৃষকের মাথায় হাত….
কত পশু নষ্ট…
ঘর ভাঙ্গা বয়স্ক মানুষটার বুক ফাটা আর্তনাদ
বিদ্যুৎ বিহীন ৭২ ঘন্টা…..
মোবাইল নামের যন্ত্রটি অকেজো….
এক মুঠো মুড়ি চিড়া,
ডাইরিয়া কলেরা,স্যাঁতস্যাঁতে ঘর….
নড়বড়ে ঘরের খুটি লাগানোর বৃথা চেষ্টা।
নোঙ্গর খানায় পোয়াতি মায়ের প্রসব যন্ত্রণা।
শুকতারার মত জন্ম নেয়া শিশুটির নাম হল বানভাসি…
রেল মটর সবি অচল,কিছু মানুষের ফিলিংস….
কতজনের সেলফি আর ফটোসেশনের মহরা….
ত্রানের নামে পাবলিসিটি।
মাছ ধরার ধুম….
ঝাঁক বেঁধে কিশোর যুবার অক্লান্ত পরিশ্রম…
ক্লান্ত দেহে প্রেয়সির কাছে বলা স্যরি তোমার খোঁজ নিতে পারিনি…. তুমি মন খারাপ করনা।
আরো কত কি?
একটি বন্যা বনাম আমরা….