আপনার হাতে গুঁজে দেবো বলে কাঁটাতার ডিঙ্গিয়ে প্রবেশ করি বাগানে চুরি করে আনি একটি গোলাপ; অবশেষে দীর্ঘ অপেক্ষার স্বেচ্ছামৃত্যু হয় আপনি করেন ওয়াদার বরখেলাপ।
আমি মগ্ন থাকি কেবল আপনার ধ্যানে, নিঃশ্বাস চুপিসারে ঘর থেকে বেরিয়ে যায়
অস্থির হৃদয় সযত্নে ডুগডুগি বাজাই কেউতো আসেনা ছুটে কৈফিয়ত চাইতে একটি সন্ধ্যা গড়ায় জমকালো ভাবনায়।
একটি ঘুঘু আঁধারে মনের দ্বারে ডাকে হাতড়িয়ে নেই ডায়েরি, লিখতে আপনাকে।
ভাবনায় ভেঙ্গে যায় স্বপ্ন বিদ্বেষী কলম শখের প্রাচীন কাঁচের বোতল; ডায়েরীর উপরে আত্মহত্যা করে আরো একটি গোলাপ, খুশবু ছড়াই জল।
অভিমানে ছিঁড়ি
গোলাপের সবকটি পাপড়ি ; গাঁথি মালা- কল্পনার ডুবসাঁতারে আলপনা আঁকি একা জলে স্বাচ্ছন্দ্যে ভাসাই কাগজের নৌকা অন্তরালে জমে থাকে শ্যাওলা।
বন্দরনগরী,চিটাগাং
আপনার মন্তব্য লিখুন