কবিতা

একটা নামহীন কবিতা | রুমানা পারভীন রনি

একটা নামহীন কবিতা
রুমানা পারভীন রনি

চেনা পথ কেমন অচেনা হয়!
পর মানুষটাও কেমন আপন হয়!
বুকের ভিতর কাঁপন ধরায়।
এভাবেই কি তবে ভালোবাসা হয়?

কেউ ভালোবেসে হাতটা বাড়ায়।
কেউবা অবহেলায় হাতটা ছেড়ে দেয়।
কেউ ভালবেসে জীবনে ফেরে,
কেউবা হাত ছেড়ে হাঁফ ছাড়ে।

আমি শুধু চেয়ে দেখি ভীষণ বিস্ময়ে,
ভালোবাসার রঙ্গমঞ্চে কতো খেলা চলে!
কেউ ভালোবেসে কাঁদে,
কেউবা ভালোবাসার তরে কাঁদে।