এই যে;
আমাকে তুমি কি ভাবো বলতো?
তুমি ভাবছো আমি পরগাছা?
ভাবলাম না হয়,
তোমার আত্মার সাথে জড়িয়ে আছে আমার নাম।
তাই বলে কি আমার দূর্বলতার সবটুকু সুযোগ নিয়ে,
তুমি আমাকে আগাছা জাতিয় শৈবল ভাবো?
তুমি কি জানোনা?
শ্যাওলাতো সেখানেই জন্মে যেখানে পানি সব সময় থাকে।
কোন ক্ষোভ,কোন অনুশোচনা নেই তোমার প্রতি।
ভুলতো আমি করছি,
বেশ বড্ড বড় ভুল।
আর আজ না হয় চাল-চুলো হিন এই বিকার হতাশা ময় জীবনের বিনিময়ে,
ধূকে ধূকে সেই ভুলের মাশুল গুনি!
কি বা আসে যায় এতে তোমার;
পরাজিত ভাবছো?
আমাকে,
তবে একটু বেশি ভুল ভাবছো,
এই যে দেখ আমি দিব্বি ভালে আছি,
বেশ চলছে আমার আমার অগোছালো দিন গুলো।
বড় অবেলায় পেয়েছি তোমাকে;
জীবন যখন থমকে দাড়িয়ে ছিলো
তুমিও তখন আমাকে না করে দিলে।
তবে এর জন্য একটুও হতাশ নই আমি,
জীবন চলার কঠিন পথটা তুমি চলে গেছ
বলেই আজ আমি দারুণ ভাবে রপ্ত করছি।
আর এই কারনে আজও তোমাকে মনের মণি কোঠা থেকে ভুলতে পারিনা প্রেয়সি।
তুমি আছো তুমি থাকবে,
জীবনের শেষ সমাধীর আগ পর্যন্ত।
যেখানে থাক যার বুকে থাক;
লাল টুকটুকে শাড়ীর স্বপ্ন গুলো আলগা করো না।
আপনার মন্তব্য লিখুন