সোনার থালার মতো একটি চাকতি
রোজ উকি দেয় পূর্ব নীলিমায়
জ¦লন্ত পয়সার মতো সেই চাকতিটি
পশ্চিমা গাছের আড়ালে রোজ ডুবে যায়।
প্রভাতে উঠে সে মৃদু তাপে
দুপুরে খড়তাপ পুড়ে দেয় প্রান্তর
গোধূলিতে পূনরায় মৃদু তাপ।
মানব জীবন সেই সূর্যেরই মতো
যৌবনে তেজদীপ্ত, কৈশোরে বার্ধক্যে নিসতাপ।
আপনার মন্তব্য লিখুন