ওগো উদাসিনী একা আনমনে আকাশের পানে আজ কেন তাকিয়ে আছো তুমি? কালো মেঘের ভেলায় করে বৃষ্টি হয়ে ঝরবো বলে ভেসে ভেসে আসছি নাকি আমি?
বিষণ্ণ মনে আজ কেন বিষাদতায় ভরা আকাশের নিচে বসে একা একা প্রহর গুনছো তুমি?
একখন্ড অখন্ড নীল আকাশের নীলিমা দিয়ে আমি আজ তোমায় রাঙাতে এসেছি।
দেখো, দৃষ্টি ফেল আমায় পলকের আচড়ে হারিয়ে যেওনা গো কখনো আমি যে শত জনমের শত অনির্বান পাড়ি দিয়ে ছুটে এসেছি শুধু তোমারই হব বলে।
আকাশকে কেন আজ তুমি
এত আপন করে নিলে?
অনড় মনে এত কি দেখো
একা আকাশের পানে চেয়ে?
আনমনে কেন এতটাই বিভোর হলে যেন কাচের মত চুরমার হয়ে যাওয়া আমার হৃদয়ের খন্ডন আজ বাজেনা তোমার কানে।
ওগো আনমনা উদাসিনী, ওগো এই পৃথিবীর পরী এই হৃদয়ের অতলে,এই গহীন ঘরের অন্ধকার মন্দিরে প্রজ্জ্বলিত শিখা হয়ে আলো ছড়ায় শুধু তোমারই ছবি।
আমি যে শুধু তোমাকেই ভালবেসেছি আমি যেন এই “আনমনা উদাসিনী”কেই ভালবেসেছি আমি যে এখনও শুধু তোমাকেই ভালবাসি।
আপনার মন্তব্য লিখুন