বিশ্ব জুড়ে আমরা যে আজ ঈদের খুশি বেধেছি
ঘরে ঘরে মজার খাবার কত্ত খাবার সেধেছি।
বন্ধু স্বজন পাড়া-পড়শি নেমন্ত্রণে এসেছে
জনে জনে মিলনমেলা অসীস ভালোবেসেছে।
সবার মুখে হাসির প্রদীপ কাছে থেকে দেখেছি ছন্দ-সুরে আমি কেবল প্রেমের ছবি এঁকেছি।
সাম্য-প্রীতির মালাখানি সবাই গলে পড়েছে
খুশির দিনে এই পৃথিবী পরম সুখে ভরেছে।
________________
কনইল, ভীমপুর, নওগাঁ।
আপনার মন্তব্য লিখুন