ঈদের খুশি দারুণ খুশি
নাচে সবাই তালে,
কোর্মা পোলাও খাবে সবাই
মাংস ভরা ঐ থালে।
সেই খুশিতে মুন্নিও নাচে
তারি সাথে বিনাও,
আরো নাচে খেলনাও তার
তালে তালে মিনাও।
বিনার পুষি ঢোল বাজায়
ইভাও ধরে গান,
তাইনা দেখে দিহান বাবু
করে যে অভিমান।
ছাকিব এসে ওদের মাঝে
কণ্ঠ মিলায় তালে,
ঈদের খুশি দারুণ খুশি
পাখিও বলে ওদের সাথে
বসে গাছের ডালে।
শফিপুর,গাজীপুর
আপনার মন্তব্য লিখুন