কবিতা

আলোকিত প্রতিটি পরতে || বাপ্পি সাহা

আলোকিত প্রতিটি পরতে

বাপ্পি সাহা

জানো কি?
আজ যত অভিমান
মেঘে ঢাকা আকাশের সমান।
জানো কি?
আজ এই যত স্বপ্ন
সাত রংয়ের রংধনুর,আকাশ
তুমি কি চাও ভালোবাসা পেতে?
যদি চাও তাহলে ভালোবাসা দেবো নীল আকাশের মত,
ভালোবাসার অবকাশে তোমার হৃদয়টাতে
করবো শ্বেত পাথরের মত ক্ষত।
জানো কি?
আজ যত ভালোবাসা
তোমার স্পন্দনে আঁকা কোটি কণিকা
মনের মাধুরীতে আলোকিত
আকাশের সব তারা।সত্যি তুমি কি চাও ভালোবাসা পেতে?যদি চাও তবে জোছনা হবো
মায়া হাসিতে ভরাবো মনাকাশ,জেগে রবে চাঁদ মেঘের ফাঁকে।
জানো কি?
তোমার মায়া ভরা দুচোখের জল
সমুদ্রের উত্তালে প্রলয় বইছে মনের ভেতর।
মনে পড়ে আজো
তোমার মায়াবতী চোখ আর দুঠোঁটের হাসি
পূর্ণিমার আলো,আলোকিত প্রতিটি পরতে পরতে।

সম্পাদক-কবিয়াল
নারায়ণগঞ্জ