কবিতা

আমিও পারি ঘুরে দাঁড়াবার : জাহীদ হোসেন

সেই ছোটো বেলায় যখন শক্ত মাটিতে বারবার
আঁছাড় খেয়ে খেয়ে শেষ পর্যন্ত উঠে দাঁড়ালাম,
সেটাই ছিলো আমার, প্রথম ইচ্ছার বিজয়!
মনে হলো, আমিও পারি ঘুরে দাঁড়াবার।

যেদিন একাকী মধ্য পুকুরে ডুবছিলাম আর
ঘোলা পানি খেয়ে পেট ফুলে হলো একাকার,
অদম্য আগ্রহে, হাত পা নেড়ে শিখেছি সাঁতার!
মনে হলো, আমিও পারি ঘুরে দাঁড়াবার।

কৈশোরে যখন টুকরো টুকরো করে ছুঁড়ে দিলে কাগজের মতো,
ভেবেছিলে নিঃশেষতো এবার,
ছেঁড়া কাগজের রকেট হয়ে, ফিরলাম আবার!
মনে হলো, আমিও পারি ঘুরে দাঁড়াবার।

যৌবনে তোমার সাথে আমার মুখোমুখি সমরে
আঘাতের পর আঘাত, এবারতো শেষ চিরতরে,
ফিনিক্স পাখির মতো,আমি জেগে উঠি আবার!
মনে হলো, আমিও পারি ঘুরে দাঁড়াবার।

জীবনে যার হার নেই, আনন্দের স্বাদ নেই তার
নেই অধিকার বিজয়ের কোনও তৃপ্তি পাওয়ার,
আমার জীবন পূর্ণিমা নয়, আঁধার অমাবস্যার!
মনে হলো, আমিও পারি ঘুরে দাঁড়াবার।

শক্ত হতে হলে ভাংতে হয়, পুড়তে হয় বারবার
নরম মাটি পুড়েই হয় শক্ত ইট, সুউচ্চ মিনার,
কণ্টকময় পথ শেষে, খুলেছে সম্ভাবনার দুয়ার!
মনে হলো, আমিও পারি ঘুরে দাঁড়াবার।

এ পৃথিবীকে বাসযোগ্য করতে চেষ্টা অবিরাম
সততা ত্যাগ সাহস আত্মবিশ্বাসই সম্বল আমার,
তাই পা পিছলে পড়ে, উঠে দাঁড়িয়েছি বারবার!
মনে হলো, আমিও পারি ঘুরে দাঁড়াবার।