ছড়া

আমার দেশ || মামুনুর রশীদ

আমার দেশের পুষ্প ধান্য
সবার থেকে সেরা,
মাঠে ঘাটে ফসল ফলে
লতাপাতায় ঘেরা।

কৃষক মামা কতো কষ্টে
ফলায় তাহার ফল,
দিন শেষে তার মুখে জুটে
একটু সুখের জল।

পথের পাশে কতো গাছে
দেয় যে রোদে ছায়া,
আমার দেশের পুষ্প ধান্য
সবার চোখে মায়া।

আকাশ থেকে বৃষ্টি পড়ে
পূর্ণ করে খাল,
এই সুযোগে অনেক মানুষ
গড়ায় নদে জাল।

ফুল বাগানে ফুলের সুবাস
ভরায় মনের ঘর,
আমার দেশের পুষ্প ধান্য
সবার পেটের জড়।

দূর বনেতে গায় যে পাখি
মধুর কন্ঠে গান,
কৃষক মামা মাঠে বসে
ধরায় সুরের টান।

গাছ গাছালির আলো বাতাস
জুড়ায় কতো মন,
আমার দেশের পুষ্প ধান্য
কৃষক মামার ধন।

বর্ষাকালে যায় ডুবে যে
সাগর নদী খাল,
ঐ নদেতে চলতে দেখি
নৌকায় তুলা পাল।

ভিন্ন দেশের রূপকথা যে
শুনবো কতো আর,
আমার দেশের পুষ্প ধান্য
কতো মুখের দ্বার।

দেশের তরে কষ্ট করে
যারাই আনে সু-নাম,
দেশের মানুষ দেয় যে তাদের
উপযুক্ত দাম?

ফুল ফসলে ভরা আমার
সোনার বাংলাদেশ,
আমার দেশের পুষ্প ধান্য
হবে নাকো শেষ।

  • বিয়ানীবাজার, সিলেট।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment