ছড়া

আমার গাঁ || মামুনুর রশীদ

আমার গাঁয়ের রাস্তাগুলো
দেখতে আঁকাবাকা,
এমন পথে না হাঁটিলে
জীবন তোমার ফাঁকা?

গাঁয়ের মানুষ সহজ সরল
কথায় থাকে মধুর,
পেটের দায়ে কাজ করে যে
ঐ কাটায় দিন দুপুর।

পথের পাশে সারি সারি
কতো রকম গাছ,
দেখে আমার মন জুড়ে যায়
চাইনা কোনো বাছ?

দুপুরবেলা নীরব থাকে
রাস্তা যেন ঘুমে,
নেই মানুষের আনাগোনা
থাকে তারা রুমে?

তীব্র রোদে কতো পাতা
শুকাই গেছে ভাই,
মন জুড়াতে এবার তাদের
পানি খাওয়া চাই!

গাঁয়ের মানুষ খালি গায়ে
হাঁটছে কেমন করে,
জিজ্ঞাসিলে বলে তারা
গায়ে ঘাম ঝরে।

বিকেল বেলা কতো মানুষ
বেড়ায় নদীর ধারে,
মনের খুশি নিয়ে তারা
ফিরে আবার ঘরে।

বাড়ির পাশে কতো গাছে
ফুটছে নানান ফুল,
গাঁয়ের মানুষ যায় যে দেখে
এমন ফুলের মূল?

গাঁয়ের কথা বললে আমার
শেষ হবেনা ভাই,
ফুটাই তুলি তাহার কথা
ধরা বাঁধা নাই।