কবিতা

আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি

আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (প্রথম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী.

গাঁয়ে আছে ছোটঘর আর আছে গাছ,
কাজল দিঘির জলে জেলে ধরে মাছ।
ফুলবনে ফুল ফোটে গাছে ডাকে পাখি,
প্রভাত পাখিরা ওঠে কিচি মিচি ডাকি।

গাঁয়ের উত্তরে হেরি অজয়ের চর,
দুইকূলে ছোটগ্রাম শোভা মনোহর।
শাল পিয়ালের বন অজয়ের বাঁকে,
অজয়নদীর কূলে তরী বাঁধা থাকে।

বেলা পড়ে আসে যেই অজয়ের ঘাটে,
পশ্চিমেতে সূর্য ঢলে চাঁপাডাঙা মাঠে।
সাঁঝের আঁধার নামে আমাদের গাঁয়ে,
মন্দিরে কাঁসর বাজে রাঙাপথ বাঁয়ে।

মিটি মিটি তারা হাসে চাঁদ যায় ডুবে,
রাত কাটে ভোর হয় সূর্য উঠে পূবে।