ভারতীয় ইয়োগা গুরু স্বামী রামদেব ইয়োগাকে ব্যায়াম চর্চা, ধর্মচর্চার পাশাপাশি এখন উন্নতর ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। কিছু মানুষ মনে করে এই যোগ ব্যায়াম করলে স্বাস্থ্য এত ঠিক থাকে যে ডাক্তারের কাছে যেতে হয় না। সম্প্রতি রামদেব অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে কত টাকা চিকিৎসা নিয়েছেন আর কী কী পরীক্ষা করিয়েছেন এখন সেটা নিয়ে হাসাহাসি হচ্ছে।
যাক, নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে এই ব্যবসাটাকে ধর্ম মিশিয়ে আন্তর্জাতিক রূপদানের জন্য তাদের বিদেশি মিশনগুলোর মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। ভাবখানা যে ইয়োগার উনি আবিষ্কারক। আমি একবার তাদের অনুরোধে ইয়োগা দিবসে তাদের জন্য একটি টক শোও করে দিয়েছিলাম।
মোদি সাহেব আবার আন্তর্জাতিক ইয়োগা দিবস ঘোষণা করেছেন আমার জন্মদিনকে। তারিখ বলব না আপনারা খুঁজে বের করুন। প্রচুর বাজেট মোদি সরকারের, ইয়োগা বাজারজাতকরণের। সেদিন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে সমবেত হয় প্রচুর লোকজন, আর হাই কমিশনের গিফটও নেয়। দাওয়াত পেলেও আমার কোনদিন ইচ্ছে হয়নি, এত ভোরে উঠে রং ঢং এর ব্যায়ামে শরিক হওয়ার।
কিন্তু আমার পিছু ছাড়ছে না যোগব্যায়াম। এই অনাগ্রহের ব্যায়ামে শরিক হওয়ার জন্য, প্রতি বৃহস্পতিবার আমি ম্যাসেজ পাই। এখন প্রতি শুক্রবার এবং শনিবার জাতীয় প্রেসক্লাবে সদস্যদের জন্য যোগ ব্যায়ামের আয়োজন করা হয়েছে। ক্লাবে যে সদস্য সেখানে যোগব্যায়াম শেখাচ্ছেন তিনি বা তার পক্ষে অন্য কেউ এই মেসেজ পাঠান। যোগ ব্যায়ামের হাস্যকর কিছু ভিডিও শেয়ার করেন।
যাক, শানে নজুল হচ্ছে, আমি একটি ছবি পোস্ট করছি। এটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর শীর্ষাসনের ছবি। যদি প্রেসক্লাবের ট্রেইনার, কিংবা যোগ ব্যায়ামের বর্তমান ঠিকাদার নরেন্দ্র মোদি এরকম একটা শীর্ষাসনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন তখন এই ব্যায়ামের প্রতি আমি আগ্রহী হব।
আপনার মন্তব্য লিখুন