কবিতা

আততায়ী ।। মিরাজ আহম্মদ

আততায়ী তিনটি টিকটিকি’ র-

জীবনযাপন ও সিঁড়ি পথে শূন্যতা আর অভাবনার আততায়ী’র হাতে হত্যা –

মৃত সব গ্রহ উপগ্রহ সূর্যের থেকে প্রেম নিয়ে উত্তাপ হয়ে উন্মাদনা ছড়ায় বিতৃষ্ণা’র স্বাদে সকল প্রেমিকার দেহে চন্দ্রের অহংকার আততায়ী আবার ও হাসে –

আবার ও যারা নক্ষত্রের কোলে শুয়ে বিষাদের মদ গিলে আততায়ী ও নারীর সৌখিন ঈপ্সা —

উক্ত নারীর কোলে মহাকাল একটা উন্মাদ বাচ্চা হয়ে হাঁটে–

একটা আততায়ী’র হাতে অজানা এক মৃত্যু কেবলই বেড়ে ওঠে। টিকটিকি গুলো শরম শুদ্ধ ত্রিভুজ।