আঁকবে খোকা শরৎ ওই
ভাবছে বসে তাই যে,
শরত লেখতে রংও লাগে
সাথে তুলিও থাকা চাই যে।
কি রেখে কি আঁকবে খোকা
যাচ্ছে একা ভেবে তাই,
সাদা মেঘ আর কাঁশ ফুল
দুষ্ট খোকার চাই চাই।
আরো লাগবে নদীর কুল
আর পাখিদেরও দল,
আকাশ ভরা চাঁদের আলো
চাই পুকুর ভরা জল।
তবেই খোকা ছন্দ লিখবে
লিখবে শতরও নিয়ে,
লেখছে খোকা একটা ছড়া
সবাই পড়ো মনও দিয়ে।
সফিপুর,গাজীপুর
আপনার মন্তব্য লিখুন