শিল্প ও সাহিত্য

অসমাপ্ত স্মৃতিচারণ | সাবিলা রওশন

পাহাড় সমবেদনায় জমেছে বিষাদের ছায়া,
অনন্তকালের অর্থহীন ভুলগুলোতে পড়েছে
অপ্রাপ্তি আর অসমাপ্ত স্মৃতিচারণ।
মূল্যায়নের খাতায় অসংখ্য কাটাকুটি,
মেলেনি হিসেব কোনটারই।
আশাগুলো ভেসে যায় অসম্মানের জোয়ারে,
দুঃখ সুখের ভেলায় নিমজ্জিত মন,
ভালোবাসার সাতকাহনে ভাঙা জীবনের তরী,
কাছে থেকেও তুমি যেন যোজন যোজন দূর।
দগ্ধ হৃদয়ে তুমি এক নীরব অনুরণন,
আমার কাছে এখন কেবল
তুমি এক অবাধ্য বিচরণ!

অসমাপ্ত স্মৃতিচারণ
১৬.১২.২০১৯