অণুগল্প

অপ্রত্যাশিত || সায়মা রহমান রিয়া

_এই শুনেননা?শাড়ি পরে আপনাকে কিছু ছবি দিছি।শাড়ি পরা ভীষণ কষ্টের।
_তোরে না বললাম শাড়ি না পরতে?তুই শাড়ি পরলে একটু বেশিই কিউট লাগে।
_দেখেননা ছবিগুলো আজ একটু খুৃঁতও নেই
_উঁহু দেখবনা।যদি একটু ঝাপসাতেও তোর পেট দেখা যায়? কারণ লোক দেখানো পেটে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী কিংবা হযরত বায়েজীদ বোস্তামী(রাঃ)দের মত মা ভক্ত মনীষীরা আসেন না।এসব পেটে ঐশীদের মত কুলাঙ্গার শিশুর জন্ম হয়।
_আচ্ছা ঠিক আছে।আপনার প্রিয় পায়েল পরে খালি পায়ের কিছু পিক নিছি।
_খবরদার! প্রফাইলে দিবিনা।তুই মাইর খাবি আমার।
_কেন?
_কারণ এই পা গুলো আমার সন্তানের বেহেশত।