সত্যিই তুমি অন্তর্ভেদী অন্তর দেবতা
দৃষ্টি তোমার সত্যিই তীক্ষ্ণ স্বার্থন্বেষী,
আমি কিন্তু বুঝিনি দেবতা
আমি যে ভালোবেসেছিলাম শুধুই
মনুষ্য পুরুষ হৃদয় খানি তোমার।
তুমি এই হৃৎপিণ্ডের উঠোন পেরিয়ে
ঠিকই ছু্য়েছিলে শান্ত হৃদয়ের জল,
দৃষ্টির তীক্ষ্ণতায় ঠিকই দেখেছিলে
নয়নাভিরাম প্রাচুর্যে ভরা অট্টালিকা।
হে অন্তরভেদী অন্তর দেবতা,তোমার বিষাক্ত নিঃশ্বাসে
হৃদয়ের সবিইতো করেছো ভষ্মিভূত
তবু এমন কি খোঁজ ছাইয়ের স্তূপাকারে?
তুমি সত্যিই অন্তরভেদী অন্তর দেবতা
ঠিকই দেখেছো প্রত্যয়ী অন্তরে আমার দীপ্ত শীতাংশু
তোমার ওই অধার্মিক বুকের পরেই
আমি ঠিকই একদিন নির্মান করে ফেলবো
প্রাচুর্যে ভরা ভালোবাসার রাজ প্রাসাদ।
আপনার মন্তব্য লিখুন