অণুগল্প

অন্তর্দাহ || সায়মা রহমান রিয়া

-আচ্ছা তুমি এত কঠিন কেন?

-না তো!আমার কবিতায় প্রতিদিন অবেলায় নরম কাশফুল ফোটে।

-তোমার স্বপ্ন বলতে কিছু নেই?

কিছুক্ষণ আগেইতো চিলেকোঠার চড়ুই কথা স্বপ্ন দেখলাম।

-সবসময় চাতকের মত কি চাও?

শ্রাবন এসে কখন কপাল রাঙাবে এক ফোটা বুড়ো বৃষ্টি, কিংবা অজান্তা ফুলের উড়ে আসা পাপড়িতে- সে আশায়।

-মনটাকে প্রজাপতি নয় পরী করতে পারোনা?

তারুণ্য আর কালো মেয়ের উচ্ছ্বাস ও নির্ভেজাল চাওয়ায় আমি সপ্তর্ষির পাখা পাই অবিরত।

-আবেগ গুলো কোথায় রাখো?

-পৌষালী রাতে চন্দ্রকথার থরথর কম্পনের জীবনলোকে।

উষ্ণ সূর্যের অমানবিক নির্যাতনে আমার শরীর পোড়ায় ঠিকই, কিন্তু আষাঢ়ের প্রথম বৃষ্টিতে গন্ধটা থাকেনা। হৃদয় পুড়া দাগটা না হয় দুচোখের নিচে সঞ্চয় হোক।

 

বাকালিয়া,চিটাগাং