কবিতা

অচেনা শহর । এ.এইচ.সায়েম

প্রেমের ব্লাকহোলে আর একটিবার নিক্ষিপ্ত হতে চাই–
মৃত্যুর কুহেলিকায় নিজেকে দ্বিতীয়বার ঠেলে দিবো ভেবে, ভালোবাসার অবশিষ্ট মায়াতে পরিণত করি।
তোমার পায়ের পদচিহ্নের ধ্বংসাবশেষ দেখে যাবো বলে,

পিচে ঢালা পাথুরে রাস্তার কংক্রিট শহরে শেষবারের মতো হেটে চলি।
যেদিন তোমার নাম মস্তিঙ্কের নিউরনে নির্ভরতার দেয়ালে গেঁথে রেখেছিলাম
সেদিনই আমার প্রথম মৃত্যু হয়েছিলো। তোমার যে কি মায়া আর মৃত্যুর সে কি যন্ত্রনা!
তা হয়তো ভালো না বাসলে বুঝতামই না। তবুও আমি বারবার মৃত্যুর কোলে ঘুমোতে চাই–
তোমার এক পশলা ভালোবাসা পাবার লোভে। প্রেমের বিলাসিতায় তোমার আবির রাঙা মুহূর্তগুলো কিনে নিতে চাই,

আর বিক্রি করে দিতে চাই– তোমাকে নিয়ে আমার অনাগত সময়ের কল্পনার ভোরগুলো।
তোমার আশ্বাসে খুজে পাওয়া লোকালয়ে–
আমার হৃদয়টারে শান্ত করে অচেনা শহর গড়ি,
সেই শহরের ব্যস্ত ভীড়ে বেঁচে থাকা অস্তমিত এই একটি অভিলাশ।
তোমার ভালোবাসার তৃষ্ণার্ত পিপাসায়,তোমার বন্দি থাকা আদরে—আবার আমি জন্মাতে চাই।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment