ছড়া

স্বাধীনতার মান || শফিকুল ইসলাম শফিক

স্বাধীনতা বলি কিন্তু সহজ কথা
পরাধীনে মিলবে সেকি যথা তথা?
স্বাধীনতা মায়ের অশ্রু মায়ের ব্যথা।

স্বাধীনতা পেয়েছি আজ  দুঃখ কিরে?
আমরা আছি দাঁড়িয়ে আজ উঁচু শিরে
শত্রু‌সেনা আসে না‌কো আর‌তো ফি‌রে।

আমরা তোমার স্বাধীনতার আঁচল পাতি
নেই কোনো ভয় আমরা এখন স্বাধীন জাতি
স্বাধীনতার গান গেয়ে যাই দিবারাতি।

মাগো তুমি আর রেখ না অশ্রু আঁখি
শোক রেখো না হাসুক এখন পরাণ পাখি

যুগে যুগে স্বাধীনতার মানও রাখি।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ 
কনইল, ভীমপুর, নওগাঁ। [email protected]­m