সবুজ ঘাসে অনায়াসে শিশির পড়ে
ফড়িং দলে পাতার তলে আবাস গড়ে
ঠাণ্ডা ঠাণ্ডা গুমোট বাঁধা
চতুর্দিকে যেন আধা
কুয়াশার এই শীতের দিনের সকালে,
শীতকে বলে শিশির জলে দিলে ধুয়ে
সবুজ পাতা আমার পাখা নিলে ছুঁয়ে
ফোঁটা ফোঁটা শিশির নিয়ে
ভেজা হিমেল পরশ দিয়ে
অবুঝ হয়ে কেন তুমি ঠকালে?
সবুজ ঘাসের চারিপাশের মিষ্টি ডালে
বসবো জুড়ে নৃত্য সুরে খেলবো তালে
প্রদীপ হাতে সূর্য মামা
দিতে গায়ে গরম জামা
শীত সকালের এসো এমন অকালে!
গীতিকার : বাংলাদেশ বেতার। বসবাস: সাহিত্য সদন (৩য় তলা) কোমরপুর, কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা -৭২২১
আপনার মন্তব্য লিখুন