কবিতা

শান্তিনিকেতন || সোহেল হামজাহ্

শান্তিনিকেতন

✍সোহেল হামজাহ্

 

বিষণ্ণ চোখ

অলস কাজে মগ্ন ;

গোধূলি লগ্ন

হৃদয়ে পৌঁছায় দুখ।

 

আনাড়ি দুখ;

উষ্ণতার প্রেমে মজে

এসে যাই খোঁজে

একচিমটি শীতল সুখ!

 

উধাও সুখ;

নোনাভূমি দেহ ভাসে

কপোল ঘেঁষে-

টিশার্ট টেনে মুছি মুখ!

 

তেলতেলে মুখ

দুঃখ দিয়ে বিসর্জন

সুখ করিব অর্জন

বীজন আসুক।

 

তেড়ে সে আসুক,

কাঁশবন ডিঙিয়ে

নিমিষে দিক ছুঁয়ে

প্রশস্ত বুক-

 

একবুক

শান্তি মিলুক।