ছড়া

রাসেল মানে মিষ্টি খোকা || রুহুল আমিন রাকিব

শেখ রাসেল এর জন্মদিনে
ফুল পাখিরা হাসে,
রাসেল মানে মিষ্টি খোকা
চোখের সামনে ভাসে।

রাসেল মানে মুজিব বাড়ির
সবার ছোট মুখ,
রাসেল মানে,সবার প্রিয়
স্বর্গে খুঁজে সুখ।

শেখ রাসেল এর জন্মদিনে
কি দিবো আর বলো?
দু’হাত তুলে করি দোআ
সবাই মিলে চলো।

মাফ করে দাও প্রভু
তুমি বেহস্ত করো দান,
রাসেল সোনার জন্য আমার
সদা কাঁন্দে প্রাণ।

সফিপুর,গাজীপুর