রম্য গল্প

গ্যাঁড়াকলে বিয়ার গ্রিলস || আফতাব আহমেদ

Discovery চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান Man vs wild এর বিয়ার গ্রিলস এখন বাংলাদেশে. . . . !

 

তো একবার বিয়ার গ্রিলসের ইচ্ছা হলো বাংলাদেশে আসবে সারভাইভ করার জন্যে।

যেমনি কথা তেমনি কাজ চলে এলেন।

 

পচা গলা মলমূত্র খেয়ে যার কখনও কোনো সমস্যা হয়নি, সে কিনা বুড়িগঙ্গার পানি খেয়েই একমাস হাসপাতালে !! অবশেষে সুস্থ হয়ে মনস্থির করলেন সুন্দরবন সারভাইভ করবেন।

অনেক নিষেধ থাকা সত্ত্বেও বিয়ার গ্রিলস সাহেব গেলেন সুন্দরবনে। পৃথিবীর অনেকগুলি আশ্চর্যের মধ্যে এটিও একটি বলে কথা!

কত ভয়ংকর জীব জানোয়ার রয়েছে সেখানে,তাই খুব ভয়ে আছেন বিয়ার গ্রিলস।

 

হঠাৎ সামনে মস্ত একটা বানর পথ আগলে দাঁড়ালো কিন্তু ওনার কাছে তো এটা কোনো ব্যাপার না, ওটাকে মেরে কাবাব বানিয়ে খেলেন।

পরের দিন সামনে বাঁধলো ভয়ঙ্কর এক কুমির সেটাও মারলেন,এবং পুড়িয়ে খেলেন। তার পরেরদিন সামনে আসলো বিশাল এক রয়েল বেঙ্গল টাইগার, অনেক ভয় পেলেও শেষে কৌশল করে মারলো বাঘটাকে। আরে বিয়ার গ্রিলসের কাছে এটা কোনো ব্যপার!

 

কিন্তু পরের দিনটা বিয়ার গ্রিলসের জন্য সুখকর ছিলোনা পড়লেন মহা বিপদে,তার জীবনে এমন ভয়ানক অবস্থায় কখনই পড়েননি।তার কোনো অভিজ্ঞতাই এখানে কাজে লাগলোনা।

এমন মারাত্মক পরিস্থিতিতে জীবনে কখনো পড়তে হবে বিয়ার গ্রিলস কখনো কল্পনাও করতে পারেন নি। কত ভয়ংকর কত লোমহর্শক ব্যাপার জীবন যায় যায় অবস্থা! অবশেষে অনেক কষ্ট করে,অনেক বুদ্ধি খাটিয়ে, অনেক অনুনয় বিনয় করে,পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে এবং অনেক টাকা মুক্তিপন দিয়ে ছাড়া পেলেন বাঙালী  জলদস্যুদের কাছ থেকে ………..

 

 

খুলনা