যাবে ভাই যাবে তুমি
আমার ছোট্ট গাঁয়,
যে গাঁয়ে রোজ সকালে
পাখিরাও গান গায়।
খুব সকালে শিশুরা
ঘুম থেকে জেগে উঠে,
অযু করে পবিত্র হয়ে
মক্তবে যায় ছুটে।
মুগ্ধ হবে দেখে ভাই
সারি সারি গাছ পালা,
রাত্রি হলে ঝোপের ভিতর
জোনাকি ও বসায় মেলা।
মাঠের পরে মাঠ আছে
যেন সবুজ পাহাড়ে ঘেরা,
দু’চোখ যে দিকে যায়
যায়না পলক ও ফেরা।
পুকুর আছে ছোট বড়
রাস্তার ও পাশ দিয়ে,
ইচ্ছে হলে কাটবো সাঁতার
তোমায় ও সাথে নিয়ে।
কৃষকেরা ব্যস্ত থাকে
সোনালী ধানের ক্ষেতে
সেই ফসলে যাবে ভাই?
মনটাও উঠবে মেতে।
সময় যদি থাকে ভাই
আসিও আমার গাঁয়ে,
তোমায় নিয়ে ঘুরব নদী
ভাসবো কলা গাছের নায়ে।
সফিপুর,গাজীপুর
আপনার মন্তব্য লিখুন