ছড়া

মা-নব-তা || নিচু তলার উকিল

মা-নব-তা
নিচু তলার উকিল

মা-নব-তা মা-নব-তা
কই যাও যথাতথা
একবার দাঁড়াও না ভাই
যাই আমি দেশ ছেড়ে
ভাগ্যটা যে নাহি ফেরে
বাঁচিবার অ-ধিকার নাই!

মা-নব-তা মা-নব-তা
দলবল ছাড়ি কোথা?
যাও বলে যাও আমি শুনি
দিন চলে যায় একা
যদি পাই তার দেখা
দুই কোপে হয়ে যাব খুনি।

মা-নব-তা মা-নব-তা
মনে লাগে কেন ব্যথা?
বেঁধে রাখো যদি থাকে রশি
এখন না বলি কথা
আনিয়াছি কাটা মাথা
চিবিয়ে তো খাবো আমি অসি।

মা-নব-তা মা-নব-তা
হায় প্রেম সরলতা!
উথলিয়ে উঠে দিবানিশি
বিনা দোষে ভাই মরে
কেবা আপন কেবা পরে?
নিজ গৃহে হই পরবাসী

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment