হিয়ার গহীনে রাখিলাম তারে তবু নাহি পায় সুখ।
মিত্র হয়ে থাকতে চায় প্রিয়ংবদার সুখ।
আমি তো মানিতে পারিনা হৃদয়ের সে বেদনা।
নেত্র আমার অঝর ঝরায়
তটনীর গাঙ ভরে।
সুখের বিনা শোনায় আমায় মিত্র স্বাদ দেখে।
আমি উদার,
হৃদয়ে লাগে তার সৌদামিনীর মত।
আঘাত আসে আঘাত যায় হৃদয় ক্ষত ক্ষত।
আপনার মন্তব্য লিখুন