ছড়া

বৈশাখে || মহিউদ্দিন আল মহী

বৈশাখে
হলুদ হলুদ আম দেখা যায় আমিন বাড়ির ওই শাখে।

বৈশাখে
ঝড়ে যখন আম পড়ে ভাই বলো থাকে বইসা কে?

বৈশাখে
আমের গন্ধে সারা গেরাম বেড়ায় বলো চইষা কে?

বৈশাখে
আমের গাছে উঠার জন্য কারা লাগায় মই শাখে?

লেখক:শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী