কবিতা

বিষাক্ত কীট : জাহীদ হোসেন

ক্রমাগতভাবে জীবনের রন্ধ্রে রন্ধ্রে বাসা বাঁধছে
বিষাক্ত কীট, কী যন্ত্রণায় ছটফট করে চলেছি,
ক্ষত বিক্ষত হয়ে তবুও বয়ে চলেছি এই জীবন
ইচ্ছে করে জ্বালিয়ে দেই দাবানল, লেলিহান।

কি নিদারুণ নিষ্ঠুর এই ঘুণপোঁকার জনপদ
চারিদিকে শুধু রুদ্ধশ্বাস আর বাড়ছে অভিশাপ,
মানবতার এই অবহেলায় আমরা আত্মভোলা
কেনো এত আয়োজন আর হিংস্রতায় পথচলা।

মানব-দানবের ব্যবধান যেনো বুঝা বড় দায়
বহুরূপী মানুষগুলো ক্ষণে ক্ষণে রঙ পাল্টায়,
জীবনের এতটা পথ পেরিয়ে আজও ভেবে মরি
জীবন সাজাতে এত রং লাগে, কখনো ভাবিনি।

মানবরূপি দানবের এই হিংস্রতার অবসানে
চাই বেপরোয়া বেওয়ারিশ বাতাসের উত্থান,
চাই একটা লণ্ডভণ্ডের সুনামি অথবা ঘুর্ণিঝড়
চাই নতুন প্রজন্ম বেড়ে উঠার সুরক্ষাময় ঘর।