বিজয় এলো কেমন করে
জানো খুকু তুমি?
কেমন করে স্বাধীন হলো
প্রিয় জন্মভূমি।
জানলে তুমি কাঁদবে জানি
ঝরবে চোখে পানি,
অনেক রক্তের দামে কেনা
মায়ের আঁচল খানি।
মায়ের সামনে মেয়ে ধর্ষণ
বাবার সামনে মা কে,
বাঙালিরাও ওদের সাথে
নীল নকশা আঁকে।
বাদ রাখে নাই দুধের শিশু
ওদের বুটের নিচে,
মায়ের বুকটা করছে খালি
পায়ের নিচে পিষে।
গ্রাম-শহর সব জাগায় ওরা
বুলেট গুলি ছুড়ে,
নির্বিচারে মারছে মানুষ
হাত-পা দিছে উড়ে।
বাদ রাখে নাই কোন কিছু
সব দিছে যে পুড়ে,
ঘরও বাড়ি,পশু পাখি
সারা বাংলা জুড়ে।
ব্রিজ ভাঙছে রাস্তা ভাঙছে
বুলেট বোমা ছুড়ে,
মুক্তি সেনা মারছে অনেক
বাংলা জুড়ে ঘুরে।
সেই সব দিনের স্মৃতি কথা
বলব কত বলো?
ওই যে দেখ ডাকছে মায়ে
এবার ঘরে চলো।
অন্য একদিন বলব কথা
আজকে তবে চলি,
কত লোক যে শহীদ হলো
বলো কেমনে বলি।
এই যে খুকু অশ্রু কেন
চোখের কোণে আনো,
বেশি বেশি বই পড়ে এই
দেশের কথা জানো।
আপনার মন্তব্য লিখুন