কবিতা

প্রতিদান | এস এম কুতুবুউদ্দিন বখতেয়ার

প্রতিদান
এস এম কুতুবুউদ্দিন বখতেয়ার
স্বরবৃত্তঃ ৪+৪+৪+১

পথের ধারে দেখতে পেলাম
অনাহারীর মুখ,
মনটি আমার খারাপ হলো
দেখে তাদের দুখ।

রান্নাবান্না হয়নি তাদের
কাটছে উপোস দিন,
পকেট ভর্তি টাকা তোমার
দাও না তাদের ঋণ।

তোমার দানে বাঁঁচবে মানুষ
বাঁচবে কিছু প্রাণ,
পরকালে পাবে তুমি
তারই প্রতিদান।।

তারিখ :১০/০১/২০১৮

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment