কবিতা

পথের বাঁকে || শান্ত চৌধুরী

পথের বাঁকে

শান্ত চৌধুরী

 

পথের বাঁকে হাত তুলে দাঁড়িয়ে ছিলাম কেহ্ চোখ তুলে তাকায়নি ।

অনন্ত অজানা দূরের কোন বেলাভূমিতে হয়তো জাপটি খেয়ে নিঃশেষ হয়ে যাবো,কেহ পাশে থাকবেনা, তুমিও না ।

স্বপ্নের মতো উঁকিঝুঁকি দেয় সুখ, বেদনার বাহুবন্ধনে ।

ঠুকরে খায় ভিতর-বাহির কাঁদে  অনবরত হতাশার কুলে আষাঢ় বিজলীর বজ্রবৃত্তে ডোবে।

কিছু ফুলের ক্ষণজীবন আঁধারে সুবাস ছড়ায় বিবর্ণ কোন নির্জনতায়।

আমার আমিতে একটা কালো ছাঁয়া কুচকুচে ,অতল গভীরে মৌন শিহরণ তোলে উদ্দেশ্যহীন পথের বাঁকে মিছিল করে ।

কেহ্ এলনা,কেহ্ আসেনা জীবনের ক্ষীণ সন্ধিক্ষণে কোমল নিস্তেজ বসন্তে।