আর একবার যদি ফিরে পেতাম
সেই সব দিন-
যখন দুপুরের শূন্যতায়
দূরের কোন শাখায় ঘুঘুর বিষন্ন সুর
বিকেলের হালকা আলোয়
অস্ত রবির ঝিলমিল জলের ঢেউ
সুদূর আকাশে একাকি বকের ডাক
মনে হতো থাক
থেকে যদি যায় জীবনভর —
হায় ! থেমে যায় সময়ের সুর ;
আর একবার যদি ফিরে পেতাম
সেই সব দিন-
তখন নন্দিনী
হালকা মিষ্টি মেয়েলি খুশবু
খোলা চুলের দুরন্তপনায়
ত্রস্ত সলজ্জ বেকাবু —
হঠাৎ অন্ধকার নেমে এসে চুপ–
কোথায় কোন অকূলে চলে গেল
বলেনি –
নন্দিনী !
এ-পৃথিবী, আর পরিব্যপ্ত নদীর জল
মাঠ ও ঘাসের পুরনো পথ
অনেক সময় পেরিয়ে গেলেও
মুহূর্ত গুলো রয়ে গেছে এ-যাবৎ;
এখনও কিসের গন্ধ রয়ে গেছে !
কে যেন খোঁপা খুলে দাঁড়িয়ে থাকে
কার পায়ের নূপুরের শব্দ আসে পিছে !
মনে হয় , কেউ যেন বাতাসের মতো ডাকে ।
আজও বুঝি প্রিয় শাড়ী রঙ আসমানী
সেই তো নন্দিনী ।
পশ্চিমবঙ্গ,ভারত
আপনার মন্তব্য লিখুন