কবিতা

তুমিহীনা শূন্যতায় || এস.এম সোহাগ

নেই তুমি কাছে তাতে কি?
আমিতো বেশ ভালোই আছি
যে ভালো থাকাটায় বুকটা হাহাকার করে
হৃদপিণ্ডটা ধুপধুপ আওয়াজে
শুধু তোমার নাম ধরেই ডাকে।

আজ তুমি আসোনি
তবে কি অপেক্ষা থেমেছে?
রাত আমার ঠিকই কেটেছে,
বিছানার চাদর মোড়ানো অন্ধকার
কবরে জীবন্ত লাশের মতো একা একা।

জরাজীর্ণ দেয়ালে পিঠ ঠেকিয়ে 
সারাটি রাত একা একা বসেছিলাম
শুধু তোমারই অপেক্ষায়।
তুমিতো আসবে বলে কথা দাওনি
তবুও আসবে এই আশায়
বুক বেঁধেছিলাম
দূর অজানায় দুজনে হারাবো বলে।

তুমি আসোনি বিশ্বাস করো,
তাতে আমার কিছুই হয় নি।
শুধু বুকটা জলহীন মরুভূমির মতো
শূন্য লেগেছিলো।
শুধু প্রাণ সঞ্চারের শক্তিটুকু হারিয়েছিলাম;
ক্ষণিকের জন্যে হলেও
মনে হচ্ছিলো যেনো শেষ নিশ্বাসের ধার ঘেঁষেছিলাম।
যদিও তুমি আসোনি আমার কোনো ক্ষতি হয় নি
বরং প্রলেপ জমে থাকা পেন্সিলে নিখুঁতভাবে তোমার ছবিই এঁকেছি।
তুমি আসোনি তবুও
‘তুমিহীন শুন্যতায়’ তোমাকে নিয়েই বেঁচে আছি।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment