কবিতা

চির সুন্দরী নারী: জাহীদ হোসেন

আমার কাছে নারী
ঘোড়ার পিঠে সওয়ার হওয়া তাসমিনা সুন্দরী,
বালিকা তুমি চুল উড়িয়ে তীরের বেগে চলো
ঘোড়সওয়ারী, তুমিই হবে পথহারাদের আলো।

হিমালয় তুমি কার?
তোমার চূড়ায় নৃত্য করে নিশাত মজুমদার,
হে নারী তোমায় স্মরি
তোমার রঙে রঙিন হোক বাংলার সব নারী।

পাহাড় ঘেষা কলসিন্দুরের মারিয়া মান্ডা
সাফ ফুটবলে উড়ালে তুমি বিজয়ের ঝান্ডা,
এগিয়ে চলো মান্ডা বাহিনী গতি হোক দুর্বার
মুক্তিকামী বাংলার নারী, সাধ্য কার রুখিবার।

শেরপুরের পাড়া গাঁয়ের ব্যাট হাতে সেই জ্যোতি
নারী হয়ে খেলছে ক্রিকেট! হায়রে জনম পাপী,
সব বাঁধা পায়ে ঠেলেই খেলছে বিশ্বকাপে
বাংলা মাতো আঁচল পাতে লাখো জ্যোতি চেয়ে।

বাংলা চ্যানেল পার হওয়া সেই মিতু আর পূর্ণিমা
সাঁতার কেটে পেরিয়ে গেলে দৃষ্টির জলসীমা,
তোমরাই হবে বেগম রোকেয়ার স্বপ্নপুরীর নারী
তোমরাই হবে বাংলা মায়ের দূর্যোগের কান্ডারী।