চা দোকানি
শফিকুল ইসলাম শফিক
নাসের আলী চা দোকানি পেপার কিনে প্রতিদিন
গাঁয়ের মানুষ পড়তে পারে তাতেই মজা অন্তহীন।
পেপার পড়ার অভ্যাসেতে নিত্য আসে সকাল সাঁজ
এই উদ্যোগে আজ অবধি আপন মনে মহৎ কাজ।
দেখতে এসো খাঁপুর মোড়ে চায়ের দোকান আছে ঢের
নাসের আলীর ভিন্ন দোকান কে পাবে না বলো টের?
পেপার পড়ার আনাগোনা দুপুর থেকে দেখি ভাই
নাটক ছবি দেখিয়ে তো ক্রেতা টানার ইচ্ছে নাই।
মানুষ চা পান করতে আসে পেপার পড়ার টানে রোজ
এই দোকানে এলে কেউই চায়ের আগে পেপার খোঁজ।
সুমিষ্ট চা বানায় সেকি যায় না ভোলা চায়ের স্বাদ
একটু চা পান করো যদি কে দেবে না ধন্যবাদ?
চা দোকানি মহান উদার হতে পারে স্বল্প আয়
তারি কাছেও শিখতে পারি কর্মে কী আর আসে যায় !
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
কনইল, ভীমপুর, নওগাঁ। [email protected]
আপনার মন্তব্য লিখুন