কবিতা

গরীবের ভাগ্য : মমতা হোসেন

বিষন্ন, বিদগ্ধ, বিবর্ণ, মহাকাল
কূল নাই, কিনার নাই শুধু হাহাকার।
কখনো অতি বন্যা, কখনো বিদগ্ধতা
কখনো বাধভাঙ্গা জোয়ারে ভেঙে
একাকার সকল ধরাতল।

কখনো অসহিষ্ণু তাপের যাতনা
কখনো অসহিষ্ণু হিমেল হাওয়া।
কখনো অসময়ে ঝড়ের তান্ডবলীলা
ভেসে যায় বীজতলা, ফসল পরিপক্ব
ভেঙে চুরমার হয়ে যায় কৃষকের স্বপ্ন।

কখনো খুঁজে পায় বিধাতার অবিচার
কখনো পায় খুঁজে কারসাজির কর্ণধার।
নড়েচড়ে উঠে সকল জ্ঞানী গুণী জন
জেগে উঠে সকল আমলা, কামলা সুধীজন
শুরু হয়ে যায় ত্রাণ বিতরণের ফটোসেশান।

শুরু হয়ে যায় তর্জনী উঁচিয়ে বড় বড় বুলি
বিচার হবে, শাস্তি হবে, পার নাহি কেহ পাবি
দিন যায়, মাস যায়, বছরও বয়ে যায়
জ্ঞানী গুণী বুদ্ধিজীবি সবাই খুব ব্যস্ত
কারা যেন কেড়ে খায় গরীবের ভাগ্য।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment