খাওয়া-পড়ায় নেইকো অভাব
কাটছে সময় বেশ,
তবুও তোমার মনের ভিতর
কিসের এতো খেদ?
খাঁচায় পোষা ময়নাটাতো
কাটাচ্ছে দিন বেশ,
কলা পেলেই চাওয়ার শেষ
দুলছে কেমন কেশ।
আদব লেহাজ ভালোই জানে
আসলে কাছে কেউ,
মনের সুখে গানটা ধরে
আনন্দের কী ঢেউ।
আমি বলি খাঁচার মুখটা খুলে দেখো ভাই
তখন দেখো সোনার ময়না কোন বনে পালায়।
খাঁচা নয়, বনটাকে সে অধিক ভালবাসে
মুক্ত আকাশ, মুক্ত বনে মনের সুখে নাচে।
আমার শুধু খাওয়া পেলেই হয়না সকল শেষ
তখন তুমিই বুঝতে পাবে কেনো মনের খেদ।
মানুষ আমি মুক্তভাবে কথা বলতে চাই
সেই অধিকার আমি যেনো তোমার থেকে পাই।
আপনার মন্তব্য লিখুন